‘হাওয়া’ ইউএস টপচার্টে বাংলাদেশের প্রথম সিনেমা

হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া' গত ২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং যুক্তরাষ্ট্রে ৭৩টি মোট ৮৬ হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 

দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু থিয়েটারে মুক্তির দিন গুনছে সিনেমাটি। মুক্তির প্রথম ৪ দিনে (লেবার ডে লং উইকেন্ডে) বক্স অফিসে ঝড় তুলে ইউএস টপচার্টে চলে এসেছে 'হাওয়া'। 

এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা ইউএস টপচার্টে এলো।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেমায় দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সেই ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে।'
 
'বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে হাওয়া ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে। টপচার্টের ২৭ নম্বরে অবস্থান করছে সিনেমাটি,' বলেন তিনি।

সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ারসহ অনেকেই।

স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায়, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেইসকার্ড প্রোডাকশন নির্মিত হাওয়া সিনেমাটি ২৯ জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

9m ago