অপূর্ব সময়ে অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: স্টার

চলতি সময়ে অভিনেতা হিসেবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত দুটি কাজ দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। তারমধ্যে একটি হলো ভারতের সিনেমা 'চালচিত্র', যা ২১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম হইচইতে।

এই সিনেমাতে একেবারে অন্যভাবে দেখা গেছে তাকে। চমক জাগানিয়া দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। প্রতিম ডি গুপ্ত নির্মিত চালচিত্র সিনেমায় অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু ও রাইমা সেন।

ভারতের অভিনেতা টোটা রায়চৌধুরী এক সাক্ষাতকারে অকপটে বলেই দিলেন, 'সে (অপূর্ব) এত বড় তারকা শুটিংয়ে সেটা বুঝতে দেয়নি। কলকাতায় তার ভক্ত দেখে বিস্মিত আমরা।'

ভারতীয় সংবাদমাধ্যম 'অন্য সময় প্রাইম'কে নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, 'অপূর্বর মধ্যে শাহরুখের একটা চার্ম আছে। আর তাই অতি নাটকীয়ভাবে তাকে ব্যবহার করতে চেয়েছি। আগে ওর অনেক নাটক আমি দেখেছি। সেগুলো দেখেই মনে হয়েছে ওর মধ্যে শাহরুখের যে চার্মটা আছে, সেটাই ধরতে হবে।'

এই সিনেমাটির পাশাপাশি ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত এক ঘণ্টা ৩০ মিনিটের বিশেষ নাটক 'মন দুয়ারী' দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি মুক্তির চার দিনের মাথায় ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। বর্তমানে ১৫ মিলিয়ন পার করেছে।

 'মন দুয়ারী' নাটকটি পারিবারিক গল্পের চিত্রনাট্য ও দুর্দান্ত সিনেমাটোগ্রাফি ও গানের কারণে দর্শক বেশ পছন্দ করছে। জিয়াউল ফারুক অপূর্ব-নাজনীন নিহা প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন নাটকটিতে। এই জুটির অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনয় নিয়ে অসংখ্য দর্শক লিখেছেন।

অপূর্ব বলেন, 'দর্শকরাই আমাদের সব। তাদের কথা মাথায় রেখেই কাজ করি। তাই দর্শকদের কাছাকাছি থাকতে পারছি। কাজ দিয়ে এটা আমার দর্শকদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।'

আগামী ঈদুল ফিতরে অপূর্ব অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' মুক্তি পাবে। যেখানে তার সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

7m ago