বিজয় দিবসে তানজিন তিশা, ফারিয়া, ইমন, তৌসিফের নাটক
১৬ ডিসেম্বর বিজয় দিবসে টেলিভিশনগুলোতে প্রচারিত হবে বেশকিছু নাটক ও টেলিফিল্ম। এসব নাটকে অভিনয় করেছেন ইমন, ফারিয়া শাহরিন, তানজিন তিশাসহ অনেকেই।
১৬ ডিসেম্বরে বাংলাদেশ টেলিভিশনে রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক 'সত্যি কথা বলছি'। এস এ হক অলিকের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন আবুল হায়াৎ, ডলি জহুর, ইমন, সালাহ খানম নাদিয়া, মোহাম্মদ বারী, ফাহমিদা শারমিন, জিয়াউল হাসান কিসলু, , সোলাইমান খোকা, দেওয়ান সাইফুল ইসলাম।
নাটকের গল্পে দেখা যাবে, ৪ তরুণ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পরিকল্পনা করে এবং পরে একসময় সত্য আবিষ্কার করে।
এ দিন দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম 'অপরাজিতা'। তুষার আব্দুল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, এ কে আজাদ সেতু, আশরাফুল আশীষ, রাশেদা রাখী প্রমুখ।
বিজয় দিবসে মাছরাঙা টেলিভিশনে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক 'যেখানে সীমান্ত তোমার'। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকে অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।
Comments