যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘গ্ল্যাডিয়েটর ২’

গ্ল্যাডিয়েটর ২ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২৪ বছর পর অবশেষে 'গ্ল্যাডিয়েটর ২' সিনেমা আসছে। হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি 'গ্ল্যাডিয়েটর'। ২০০০ সালে মুক্তি পেয়ে সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। যা দর্শকদের মনে এখনো দাগ কেটে আছে। 

সিনেমাটি আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। তবে বাংলাদেশি দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে দেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। 

বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত জুলাইয়ে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। তিন মিনিটের ট্রেলার মুক্তির পর চমকে যান অনেক দর্শক। বিশেষ করে ট্রেলারে দেখানো গণ্ডারের লড়াইয়ের ঝলক নিয়ে চর্চা হচ্ছে সবচেয়ে বেশি। সিক্যুয়েলে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রথম ছবির গল্পকে। এই ছবিতে লুসিয়াস প্রাপ্তবয়স্ক। প্রথম সিনেমার কয়েকবছর পরের ঘটনা তুলে ধরবে ছবিটি। ছবিতে জেনারেল অ্যাকাসিয়াস চরিত্রে পেড্রো প্যাসকাল এবং ম্যাক্রিনাসের চরিত্রে ডেনজেল ওয়াশিংটন রয়েছেন।

এখানে প্রধান চরিত্র লুসিয়াসের ভূমিকায় রয়েছেন পল মেসকাল। 'গ্ল্যাডিয়েটর'-এর মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেড্রো প্যাসকাল, কনি নিলসেন ও ডেনজেল ওয়াশিংটন প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে। 

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা 'গ্ল্যাডিয়েটর' বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নেরও বেশি আয় করে। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয় সিনেমাটি।
 

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

24m ago