জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: মিশা সওদাগর

মিশা সওদাগর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
মিশা সওদাগর। স্টার ফাইল ছবি

রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত নির্বাচনের মতো দুটো প্যানেল অংশ নিচ্ছে এবারও। মিশা সওদাগর ও ডিপজল একটি প্যানেলে লড়ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। অপর প্যানেলে লড়ছেন একসময়ের সাড়া জাগানো নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ।

এবারের নির্বাচন নিয়ে দ্য ডেইলি স্টারকে মিশা সওদাগর বলেন, 'আমার বিশ্বাস আমরা জয়ী। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শিল্পীরা আমাদের প্যানেলকে ভোট দেবেন।'

এতটা আত্মবিশ্বাসের কারণ কী? এই প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, 'আমরা কিন্তু শিল্পী সমিতির নির্বাচিত নেতা ছিলাম। চলচ্চিত্রের শিল্পীরা গভীরভাবে দেখেছেন, আমরা তাদের জন্য কতটা করেছি। চেষ্টা করেছি তাদের পাশে থাকার। সুখে-দুঃখে ছিলাম শিল্পীদের পাশে। সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, শিল্পীরা মিশা-ডিপজল প্যানেলকে ভোট দেবেন।'

অতীতের কথা স্মরণ করে তিনি আরও বলেন, 'আমরা চলচ্চিত্র শিল্পী। আমরা একটি পরিবার। সবাই সবার সুখে-দুঃখে পাশে থাকব। শিল্পী সমিতির হয়ে সেই কাজটি আরও ভালোভাবে করতে চাই, যেন সবাই ভালো বলে।'

এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, 'কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি সম্মান জানাই। সুন্দরভাবে ভোটগ্রহণ হোক এবং শিল্পীরা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।'

মাহমুদ কলি-নিপুণ প্যানেল সম্পর্কে কোনো অভিযোগ আছে কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না। আমি কারো সম্পর্কে কিছু বলব না। সবাই আমরা শিল্পী। সবার প্রতি ভালোবাসা।'

সবশেষে তিনি বলেন, 'আমরা শিল্পীদের জন্য আগেও করেছি, ভবি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: মিশা সওদাগর

শাহ আলম সাজু

রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগেরবারের মতো দুটো প্যানেল অংশ নিচ্ছে এবারও। মিশা সওদাগর ও ডিপজল একটি প্যানেলে লড়ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। অপর প্যানেলে লড়ছেন একসময়ের সাড়া জাগানো নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ।

এবারের নির্বাচন নিয়ে দ্য ডেইলি স্টারকে মিশা সওদাগর বলেন, 'আমার বিশ্বাস আমরা জয়ী। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শিল্পীরা আমাদের প্যানেলকে ভোট দেবেন।'

এতটা আত্মবিশ্বাসের কারণ কী? এই প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, 'আমরা কিন্তু শিল্পী সমিতির নির্বাচিত নেতা ছিলাম। চলচ্চিত্রের শিল্পীরা গভীরভাবে দেখেছেন, আমরা তাদের জন্য কতটা করেছি। চেষ্টা করেছি তাদের পাশে থাকার। সুখে-দুঃখে ছিলাম শিল্পীদের পাশে। সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, শিল্পীরা মিশা-ডিপজল প্যানেলকে ভোট দেবেন।'

অতীতের কথা স্মরণ করে তিনি আরও বলেন, 'আমরা চলচ্চিত্র শিল্পী। আমরা একটি পরিবার। সবাই সবার সুখে-দুঃখে পাশে থাকব। শিল্পী সমিতির হয়ে সেই কাজটি আরও ভালোভাবে করতে চাই, যেন সবাই ভালো বলে।'

এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, 'কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি সম্মান জানাই। সুন্দরভাবে ভোটগ্রহণ হোক এবং শিল্পীরা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।'

মাহমুদ কলি-নিপুণ প্যানেল সম্পর্কে কোনো অভিযোগ আছে কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না। আমি কারো সম্পর্কে কিছু বলব না। সবাই আমরা শিল্পী। সবার প্রতি ভালোবাসা।'

সবশেষে তিনি বলেন, 'আমরা শিল্পীদের জন্য আগেও করেছি, ভবিষ্যতেও করতে চাই।'ষ্যতেও করতে চাই।'

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

32m ago