২ বছর পর সিনেমার শুটিংয়ে পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুই বছর বিরতির পর সিনেমায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। 

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত 'ডোডোর গল্প' সিনেমার জন্য আজ রোববার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

শুটিং প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, 'এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গা থেকে দূরে থাকতে হয়েছে। ফেরার অপেক্ষায় ছিলাম।'

‘ডোডোর গল্প' সিনেমার শুটিংয়ে পরীমনি। ছবি: সংগৃহীত

'অবশেষে দুই বছর পর ফেরা হলো ডোডোর গল্প সিনেমার মাধ্যমে। একেবারে অন্যরকম একটি গল্পের সিনেমা,' বলেন তিনি।

জানা গেছে, এ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে পরীমনি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম। আগামীকাল থেকে নায়ক সাইমন সাদিক শুটিং করবেন। ডোডোর গল্পের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া। 

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

7h ago