আমার বাজার তো কেউ করে দিচ্ছে না, তাই লিখেছি: ওমর সানী
চিত্রনায়ক ওমর সানী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
আজ রোববার সকালে এক পোস্টে তিনি লিখেছেন, 'সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব—আর পারছি না রাষ্ট্র।'
এ প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এই রাষ্ট্রের একজন প্রজা। আমাকে নিয়মিত বাজার করে খেতে হয়। আমার বাজার তো কেউ করে দিচ্ছে না। আমাকেই করতে হচ্ছে।'
'বাজারে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সে কারণে এই স্ট্যাটাস লিখেছি। আমার নিজের অনুভূতি লিখেছি। আর কী করতে পারি লেখা ছাড়া।'
Comments