সিনেমার আইটেম গানে ছোট পর্দার সোনিয়া
হৃদি হক পরিচালিত '১৯৭১ সেইসব দিন' চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ আগস্ট। অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন। তাদের মাঝে একটি আইটেম গানে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ সোনিয়া হোসেনকে।
মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমাটিতে উর্দু গান 'ইয়ে শামে ঝলকায়ে'র গায়িকা হিসেবে দেখা যাবে সোনিয়াকে। ভারতের দেবজ্যোতি মিশ্র গানটির সুর করেছেন, আর গানটি গেয়েছেন সঞ্চারী সেনগুপ্ত।
সম্প্রতি গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই গানের পাশাপাশি প্রশংসা কুড়াচ্ছেন সোনিয়াও। গানটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র দারুণ ভাবে তুলে ধরা হয়েছে। এই গানের সঙ্গে গভীরভাবে মিশে গেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সোনিয়া বলেন, 'অনেক দিন ধরে টিভি নাটক ও মঞ্চে অভিনয় করছি। এ ছাড়া, উপস্থাপনাও করছি। হঠাৎ করেই হৃদি হক এই সিনেমার জন্য প্রস্তাব দেন। আমিও রাজি হয়ে যাই।'
তিনি বলেন, 'সিনেমায় আমি পাকিস্তানি গায়িকার ভূমিকায় অভিনয় করেছি। সত্যি কথা বলতে, এর জন্য অনেকদিন প্রস্তুতি নিয়েছি। টানা ২ মাস রিহার্সাল করেছি। কোরিয়াগ্রাফার রায়হান আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন।'
এক প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, 'হৃদি হক অসম্ভব জিনিয়াস একজন পরিচালক। তার অনেক ধৈর্য আছে। সততা নিয়ে কাজ করেন। তার প্রথম পরিচালিত সিনেমায় আইটেম গানে কাজ করেছি। অনেক ভালো লাগা কাজ করছে।'
হৃদি হকের পরিচালনায় সোনিয়া হোসেন একাধিক নাটকে কাজ করলেও তাদের একসঙ্গে সিনেমায় প্রথম কাজ এটি।
Comments