শাকিবের প্রিয়তমা সিনেমার ‘কোরবানি’ গান প্রকাশ
শাকিব খান অভিনীত ঈদের সিনেমা 'প্রিয়তমা'র প্রথম গান 'কোরবানি' আজ শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।
প্রিয়তমা সিনেমায় এর আগে ৮০ বছরের অনবদ্য লুকে দেখা দিয়ে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। তার এই বয়স্ক লুকের মেকআপ করতে ৮ ঘণ্টা সময় ও ৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
কিছুদিন আগে ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব বিভিন্ন কারণে 'প্রিয়তমা' সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।
ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
Comments