সেন্সর পেল ‘ময়ূরাক্ষী’
সেন্সর ছাড়পত্র পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা 'ময়ূরাক্ষী'। সিনেমাটি প্রেম-প্রতারণার গল্প নিয়ে নির্মিত হয়েছে।
গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমার প্রধান ২ চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
পরিচালক রাশিদ পলাশ বলেন, 'দুয়েকদিনের মধ্যে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট হাতে পাব। ঈদের পর তা মুক্তি দেওয়ার পরিকল্পনা। সিনেমাটির পোস্টার মুক্তির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।'
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
Comments