‘অন্তর্জাল’ দেখে হলিউডের সিনেমা মনে হবে: মীম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম গত বছর আলোচনায় ছিলেন 'পরাণ' ও 'দামাল' সিনেমা দিয়ে। আগামী ঈদুল আযহায় তার অভিনীত 'অন্তর্জাল' সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
এ ছাড়া, প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মীম। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে একটি বাংলা সিনেমা।
দ্য ডেইলি স্টারের সঙ্গে নতুন সিনেমা 'অন্তর্জাল' নিয়ে কথা বলেছেন মীম।
'অন্তর্জাল' সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে। সিনেমার ধরন সম্পর্কে বলবেন?
'অন্তর্জাল' দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। ঈদুল আযহায় 'অন্তর্জাল' মুক্তি পাবে।
এই ধরনের সিনেমা দর্শকরা কতটা গ্রহণ করবে বলে মনে করছেন?
আমার বিশ্বাস, দর্শকরা 'অন্তর্জাল' গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। 'অন্তর্জাল' দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে।
আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন?
এই সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে 'পরাণ' মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে 'অন্তর্জাল' মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় দর্শকরা আমাকে কখনো হাসতে দেখবেন না। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।
প্রতিটি চরিত্র আমি উপভোগ করি শুটিংয়ের সময়। নতুন নতুন চরিত্রে মিশে যেতে বেশ ভালো লাগে আমার। 'অন্তর্জাল' সিনেমার চরিত্রটিও আমাকে নতুন মাত্রা দিয়েছে।
ভক্তদের কাছে চাওয়া কী?
ভক্তদের প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস আছে। তারাও আমাকে খুব ভালোবাসেন। ভক্তরা 'পরাণ' সিনেমার জন্য অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন, 'দামাল' সিনেমার জন্যও দেখিয়েছেন। আমার বিশ্বাস 'অন্তর্জাল' সিনেমার জন্যও দেখাবেন।
সবাইকে বলব, আপনারা দলে দলে ঈদের সময়ে প্রেক্ষাগৃহে আসবেন এবং 'অন্তর্জাল' সিনেমার সঙ্গে থাকবেন। সত্যিই এটি আপনাদের ভালো লাগবে।
Comments