১৬ জুন আসছে রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’
নায়িকা রোজিনা প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন। দার পরিচালনায় সিনেমা 'ফিরে দেখা' ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে।
দ্য ডেইলি স্টারকে আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা। তিনি বলেন, 'ফিরে দেখা মুক্তিযুদ্ধের সিনেমা। ফিরে দেখা আমার স্বপ্নের সিনেমা। ফিরে দেখা আমার অনেক ভালোবাসার একটি সিনেমা।'
তিনি আরও বলেন, '১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।'
সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা। তার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। নিরব ও স্পর্শিয়া জুটি বেঁধেছেন এই সিনেমায়।
সরকারি অনুদানের এই সিনেমাটি কয়েক মাস আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
Comments