আফরান নিশোর প্রথম সিনেমার এক ঝলক
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ'। মুক্তির আগে গতকাল ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ হয়েছে।
এই সিনেমার মাধ্যমে আফরান নিশোর অভিষেক হচ্ছে সিনেমায়। তার সঙ্গে জুটি বেধেছেন অভিনেত্রী তমা মির্জা।
'সুড়ঙ্গ'র প্রথম ঝলক মুক্তির পর তা আলোচনায় এসেছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মহরত হয় 'সুড়ঙ্গ'র। মার্চের প্রথম সপ্তাহের দিকেই শুরু হওয়া এই সিনেমার শুটিং হয়েছে কয়েক লটে।
সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকাসহ চট্টগ্রাম ও ঢাকায় এই সিনেমার শুটিং হয়েছে।
Comments