সুড়ঙ্গ মুক্তির পর অনেকেই ময়না বলে ডাকতে শুরু করবে: তমা মীর্জা

তমা মীর্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মীর্জা সুড়ঙ্গ সিনেমার ৯৫ ভাগ শুটিং শেষ করেছেন। বাকি অংশের শুটিং শেষে শুরু হবে ডাবিং। আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুড়ঙ্গ সিনেমার জন্য সিলেটের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছেন তমা মীর্জা। শেষ লটের শুটিং হয়েছে চট্টগ্রামে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তমা মীর্জা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এত রোদ আর গরমে কখনো শুটিং করিনি। সবাই অসহ্য গরম সহ্য করে শুটিং করেছি। সবার একটাই চাওয়া ছিল, সিনেমাটির কাজ সুন্দরভাবে শেষ করা।'

তিনি বলেন, 'সুড়ঙ্গ সিনেমার একেকটি দৃশ্য শেষ করার পর কেউ যেন কাউকে চিনতে পারছিলাম না। গরম আর রোদে শুটিং করে সবার এমন অবস্থা হয়ে গিয়েছিল।'

সিনেমার শুটিং করার জন্য সুড়ঙ্গে নেমেছিলেন কি না জানতে চাইলে তমা মীর্জা বলেন, 'না। সুড়ঙ্গের ভেতরে আমার কোনো শুটিং ছিল না। কিন্তু সুড়ঙ্গ কাছ থেকে দেখেছি, কিছুটা ভয়ও পেয়েছি।'

রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন তমা মীর্জা ও আফরান নিশো। সিনেমায় দর্শকরা তমাকে দেখতে পাবেন ময়না চরিত্রে। এই চরিত্রের বিষয়ে তমা মীর্জা বলেন, 'ময়না চরিত্রটি অনেক কঠিন ছিল। চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি।'

'সিনেমা মুক্তির পর অনেকেই আমাকে ময়না নামে ডাকতে শুরু করবে। "খাঁচার ভেতর অচিন পাখি" মুক্তির পর যেমন ওই ফিল্মের চরিত্রের নাম ধরে ডাকতে শুরু করেছিলেন অনেকে। আমি বিশ্বাস করি সুড়ঙ্গ মুক্তির পরও ময়না চরিত্রটি সবার ভালো লাগবে। তখন হয়ত আমার নাম হয়ে যাবে ময়না,' যোগ করেন তমা।

সুড়ঙ্গ সিনেমার জন্য নতুন করে সেট নির্মাণ করে আউটডোরে শুটিং করা হয়েছে। এ বিষয়ে তমা বলেন, 'আউটেডোর শুটিং মানেই কষ্ট বেশি। তারপরও সবাই কষ্ট করেছি দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে।'

টানা শুটিংয়ে ক্লান্ত তমা মীর্জা এখন কয়েকদিনের ছুটিতে রয়েছেন। তিনি জানান, গাজীপুরের একটি রিসোর্টে পরিবার নিয়ে অবকাশ যাপন করছেন তিনি।

Comments

The Daily Star  | English

Delaying elections lead to public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

1h ago