শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং শুরু ৮ মে

তপু খান, লিডার আমিই বাংলাদেশ, শাকিব খান,
পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা তপু খান পরিচালিত 'লিডার আমিই বাংলাদেশ'। এই সিনেমার সফলতার মধ্যেই শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা ও শুটিংয়ের তারিখ জানা গেল।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম 'প্রিয়তমা'। আগামী ৮ মে থেকে দীর্ঘ ১ বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে।

অ্যাকশন-রোমান্টিক ধাঁচের গল্পের সিনেমাটির প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে, তিনি 'ইউটার্ন' ও 'সুলতানা বিবিয়ানা' সিনেমা দুটি করেছিলেন।

হিমেল আশরাফ বলেন, 'শাকিব খানকে নিয়ে সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। অন্যদের নিয়ে ইতোমধ্যে আমার শুটিং শুরু হয়ে গেছে। শাকিব ভাই আগামী ৮ মে থেকে শুটিংয়ে যোগ দেবেন। ভালো কিছু হবে এটা বিশ্বাস করি।'

'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

2h ago