আমার জন্য এটা সম্মান ও মর্যাদার: পরীমনি

‘বছরের বেস্ট’ আয়োজনে পরীমনি। ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী পরীমনিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার প্রথম শ্রেণীর একটি গণমাধ্যম। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্য থেকে 'বছরের বেস্ট' নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে তারা।

পুরস্কার নেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন পরীমনি।

দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, 'আমার জন্য এটা সত্যিই সম্মান ও মর্যাদার। এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।'

পুরস্কার নেওয়ার সময় মঞ্চে পরীমনি বলেন, 'চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।'

আয়োজনে 'বছরের বেস্ট' অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী।

'ভালোবাসা সীমাহীন' সিনেমার মধ্য দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'আরও ভালোবাসব তোমায়', 'রক্ত', 'পুড়ে যায় মন', 'আপন মানুষ', 'স্বপ্নজাল', 'গুণিন', 'মুখোশ', 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' ইত্যাদি।

Comments