বুবলি-আদরের ‘৭ হাউজফুল শো’

শবনম বুবলি ও আদর আজাদ। ছবি: সংগৃহীত

সাইফ চন্দন পরিচালিত ঈদের সিনেমা 'লোকাল' সারা দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি ও আদর আজাদ।

ঈদের প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সে ভালো যাচ্ছে সিনেমাটি। গতকাল রোববার দ্বিতীয় দিনেও প্রেক্ষাগৃহে বেশ চাহিদা ছিল সিনেমাটির।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমা মুক্তির আগে ট্রেলার ও গান দর্শক পছন্দ করেছে। এবার সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখতে পাচ্ছি। মুক্তির প্রথম দিন থেকেই ভালো যাচ্ছে। এখন পর্যন্ত ৭টার মতো শো হাউজফুল পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আগামী সপ্তাহে সিনেমাটি আরও ভালো করবে বলে আমার ধারণা।'

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। 'লোকাল' সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফসহ অনেকেই।

Comments