প্রথম সিনেমার পর ‘বেকার’ ছিলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার বড় নাম আল্লু অর্জুন। ইতোমধ্যে তিনি প্যান ইন্ডিয়া তারকার খ্যাতি অর্জন করেছেন। 'পুষ্পা: দ্য রাইজ' ব্যবসায়িক সাফল্য সাম্প্রতিক বছরগুলোতে এই অভিনেতার প্রচুর খ্যাতি এনে দিয়েছে। পেয়েছেন দর্শকের ভালোবাসা। দীর্ঘদিন ধরে আল্লু অর্জুনের ভক্তরা সিনেমাটির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছেন। কারণ আল্লু অর্জুন তার চরিত্রটিকে আইকনিক করে তুলেছেন।

এই অভিনেতা বর্তমানে 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে আল্লু অর্জুন তার ক্যারিয়ার শুরুর দিকের কথা বলেছেন।

আল্লু অর্জুন ২০০৩ সালে 'গঙ্গোত্রী' সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এটি একটি রোমান্টিক ঘরনার সিনেমা ছিল। সিনেমাটি হিট হলেও তিনি তারপর আর কোনো কাজ পাননি। সম্প্রতি আল্লু অর্জুন স্বীকার করেছেন, ওই সিনেমার পর তিনি কোনো অফার পাননি।

এক অনুষ্ঠানে আল্লু অর্জুন বলেন, 'রাঘবেন্দ্র রাও গারুর 'গঙ্গোত্রী' সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হয় আমার। নির্মাতা সুপারহিট উপহার দিয়েছেন। কিন্তু আমি অভিনেতা হিসেবে সেরাটা ডেলিভারি দিতে পারিনি। ওই সিনেমা মুক্তির পর কেউ আমার সঙ্গে কাজ করতে আসেনি। এরপর একজন নবাগত চলচ্চিত্র নির্মাতা আমার কাছে এসে আরিয়ার প্রস্তাব দেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।'

পুষ্পা সিরিজ মূলত সুকুমারের দর্শন। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমার দ্বিতীয় পর্ব 'পুষ্পা ২: দ্য রুল'। ওই আল্লু অর্জুন চলচ্চিত্র নির্মাতার প্রশংসা করেছেন। তিনি সুকুমারের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, এই অনুষ্ঠানে মজা করার পরিবর্তে নির্মাতা এখন পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

আল্লু অর্জুন বলেন, 'কেউ যদি আমার জীবনে প্রভাব ফেলে থাকে আর তার নাম বলতে হয় তাহলে তিনি সুকুমার হবেন।'

পুষ্পা ২ নিয়ে কিছু তথ্য

ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি 'পুষ্পা ২: দ্য রুল'। ইতোমধ্যে ট্রেলার ভক্তদের মনে আশা জাগিয়েছে। ধারণা করা হচ্ছে, সিনেমাটি ব্লকবাস্টার হিট হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, রাশ্মিকা মান্দানা, জগপতি বাবু, ধনঞ্জয়সহ আরও অনেকে। এতে একটি আইটেম গানে শ্রীলীলাকে দেখা যাবে। কিসিক শিরোনামের গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus asked the executives to maintain transparency in businesses

55m ago