প্রভাসের সঙ্গে অভিনয় করবেন ডন লি!

বাহুবলী, প্রভাস, ডন লি, বলিউড, দক্ষিণ ভারতীয় সিনেমা,
ডন লি ও প্রভাস। ছবি: সংগৃহীত

'বাহুবলী' দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রভাস। পেয়েছেন প্যান-ইন্ডিয়া তারকার খ্যাতি। বর্তমানে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার ভক্ত। তারা অপেক্ষায় থাকেন কবে প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে। সবমিলিয়ে প্রভাসের সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে। বর্তমানে প্রভাসের হাতে বেশ কিছু সিনেমা আছে। যার বেশিরভাগ বড় বাজেটের সিনেমা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক তথ্য প্রভাসের সিনেমার প্রতি ভক্তদের আকর্ষণ ও কৌতূহল বাড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রভাসের পরবর্তী যেকোনো একটি সিনেমাতে অভিনয় করতে পারেন কোরিয়ান অভিনেতা ডন লি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর 'ট্রেন টু বুসান' অভিনেতা ডন লি থাম্বস আপ ইমোজিসহ প্রভাসের 'সালার' সিনেমার একটি ছবি পোস্ট করেন। এই পোস্ট নিয়ে মূলত প্রভাসের ভক্তদের কৌতূহল ও উচ্ছ্বাস বেড়েছে। অনেকে ভাবছেন, ডন লি প্রশান্ত নীল পরিচালিত 'সালার পার্ট ২' সিনেমাতে অভিনয়ে সম্মতি প্রকাশ করেছেন। তবে প্রভাসের আরেক সিনেমা 'স্পিরিট' এর সঙ্গেও ডন লির নাম জড়িয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা 'স্পিরিট' সিনেমার খল চরিত্রের জন্য একজন কোরিয়ান অভিনেতাকে দলে নিয়েছেন। তাই ডন লির পোস্ট নিয়ে বিভ্রান্ত হচ্ছেন প্রভাসের ভক্তরা।

ভক্তদের প্রশ্ন- প্রভাসের পরবর্তী সিনেমাতে কি সত্যিই অভিনয় করছেন ডন লি? যদি তিনি অভিনয় করতে রাজি হন, তাহলে 'সালার ২' নাকি 'স্পিরিট' এ অভিনয় করবেন? এই প্রশ্নের সঠিক আপাতত ডন লি ও নির্মাতারাই জানেন। তবে তারাও এ ব্যাপারে মুখ খুলছেন না।

'স্পিরিট' ও 'সালার পার্ট-২' ছাড়াও প্রভাসের পাইপলাইনে আছে 'দ্য রাজা সাব' ও 'কল্কি ২৮৯৮ এডি পার্ট ২'। তার পরবর্তী সিনেমা হিসেবে মুক্তি পাবে রাজা সাব। বলা হচ্ছে, এটি একটি রোমান্টিক হরর কমেডি। সিনেমাটি ২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, অভিনেতা এখন 'সালার ২' এর শুটিং শুরু করেছেন। এতে পৃথ্বীরাজ সুকুমারনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ডন লির পোস্টে এক ভক্ত লিখেছেন, 'ওহ ম্যান, আমরা কি প্রভাস বনাম ডন লি ইন স্পিরিট দেখতে চলেছি? এতে প্রেক্ষাগৃহ জমে উঠবে।'

আরেক ভক্ত লিখেছেন, 'ডন লি ভারতীয় সিনেমায়! তার মানে দুই তারকার লড়াই এবার জমবে। তিনি আসছেন স্পিরিটের জন্য। আপনার সিটবেল্ট বেঁধে নিন!' 

আরেক ব্যক্তি লিখেছেন, 'লি যদি সত্যিই স্পিরিট করেন, তাহলে ভাঙ্গা বিশাল কিছু উপহার দিতে পারবেন।'

সন্দীপ রেড্ডি ভাঙ্গা গত বছর 'স্পিরিট' সিনেমার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি।

তিনি আরও বলেছিলেন, 'আমি মনে করি, তারা যে ধরনের বাজেট দিচ্ছে তাতে প্রযোজক নিরাপদ। প্রভাস ও আমার কম্বিনেশনের পাশাপাশি স্যাটেলাইট ও ডিজিটাল রাইটসের মাধ্যমে আমরা এই বাজেট তুলে আনতে পারি। টিজার, ট্রেলার, প্রি-রিলিজের গান সবকিছু ঠিকঠাক থাকলে ও দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে আমরা যাই করি না কেন, উদ্বোধনী দিনে ১৫০ কোটি রুপি খরচ হবে। এটা একটা ট্রেড ক্যালকুলেশন। সেটা হতে হবে বিশ্বব্যাপী বা প্যান-ইন্ডিয়ায়। কাজ ভালো হলে সহজেই এ ধরনের সিনেমা থেকে একদিনে ১৫০ কোটি রুপি আয় হতে পারে।'

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

13h ago