রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের কথা কেন

ব্রহ্মাস্ত্র সিনেমার পোস্টার। সংগৃহীত

বলিউড সিনেমায় একের পর এক সিনেমা  বয়কটের দাবি উঠছে। সুপারস্টার আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা' সিনেমার পর এবার রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' সিনেমা বয়কটের দাবি উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, রনবীর কাপুরের পুরনো একটি ভিডিও সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাটি বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

ওই ভিডিও সাক্ষাৎকারের একটি অংশে রনবীর বলেছেন, তার পরিবার আগে পেশোয়ারে থাকতেন এবং পরিবারের সবাই মাংস খেতে পছন্দ করেন।

তিনি বলেন, 'কিমা, পায়া, বিফ সব খেতে ভালোবাসি আমি। আমি বিগ বিফ লাভার।'

সম্প্রতি টুইটারে সেই ভিডিওটি হ্যাশট্যাগ 'বয়কট ব্রহ্মাস্ত্র' লিখে বিপুল পরিমাণে শেয়ার হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'।

Comments

The Daily Star  | English

Gazipur violence: OC suspended, GMP commissioner apologises

GMP Sadar Police Station Officer-in-Charge Arifur Rahman has been suspended on charges of negligence of duty in the attack on leaders and activists of the Students Against Discrimination in Gazipur

6m ago