রাজ কাপুরের বায়োপিক বানাতে চান রণবীর কাপুর

রণবীর কাপুর, রাজ কাপুর, বলিউড,
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুর প্রভাবশালী চলচ্চিত্র পরিবার থেকে উঠে এসেছেন। রণবীর পারিবারিক ঐতিহ্য মেনে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। শুধু তাই নয় তিনি সবার প্রত্যাশা পূরণ করেছেন। তার দাদা রাজ কাপুর ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা। রাজু কাপুরের বায়োপিক বানানোর পরিকল্পনা করছেন রণবীর কাপুর। সম্প্রতি এক চলচ্চিত্র অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার দাদা, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের চলচ্চিত্র প্রদর্শনে একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। কিংবদন্তি অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তাকে 'ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ শোম্যান' বলা হয়।

৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) রণবীরকে চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইলের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি তার দাদার চলচ্চিত্র নিয়ে কথা বলেন। রণবীর বলেন, রাজ কাপুরের শ্রী ৪২০ (১৯৫৫) ও জাগতে রাহো (১৯৫৬) তার সর্বকালের প্রিয় দুটি চলচ্চিত্র।

তিনি বলেন, 'আমি রিমেকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি একটি চলচ্চিত্র সামর্থ্যের সেরাটা দিয়ে তৈরি করা হয়। তাই এগুলোতে হাত দেওয়া উচিত নয়, বিশেষ করে রাজ কাপুরের সিনেমা। তবে আমি শ্রী ৪২০ নিয়ে ভাবতে চাই, যেমনটা আমি বলেছি এটা আমার প্রিয় সিনেমা।'

তিনি আরও বলেন, তিনি সঙ্গম (১৯৬৪) রিমেকের চেষ্টা করতে চান।

নিউইয়র্কের স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস থেকে ফিল্মমেকিং কোর্স করা রণবীর বলেন, তার এখনো পরিচালনার আগ্রহ আছে। অনুষ্ঠান চলাকালে রণবীর বলেন, তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালিসহ অনেকের সঙ্গে রাজ কাপুরের বায়োপিক তৈরির বিষয়ে আলোচনা করেছেন।

তার ভাষ্য, 'আমি সঞ্জয় লীলা বানসালিসহ অনেকের সঙ্গে কথা বলেছি, কীভাবে রাজ কাপুরের বায়োপিক বানানো যায়। একটি বায়োপিক কেবল কোনো ব্যক্তির সফলতার গল্পকে তুলে ধরে না। বরং বায়োপিক বানাতে হলে সত্যিকার অর্থেই তার জীবনের সংগ্রামের গল্পকে তুলে ধরতে হয়।'

তিনি আরও বলেন, 'আমার দাদা ২৪ বছর বয়সে 'আগ' নামে একটি সিনেমা পরিচালনা, অভিনয়, প্রযোজনা, রচনা ও সম্পাদনা করেছিলেন। আমার বয়স এখন ৪২, অথচ আমি এখনো সিনেমা পরিচালনার সাহস পাই না। আমি 'জগ্গা জাসুস' নামে একটি সিনেমা প্রযোজনা করেছি, যা বক্স অফিসে চলেনি। তবে আমি একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কারণ একজন পরিচালকের তখনই সিনেমা বানানো উচিত, যখন তার বলার মতো গল্প থাকে, শুধু সিনেমা বানানোর জন্য নয়।'

রণবীর কাপুর বলেন, 'আমি বুঝতে পেরেছিলাম, অভিনেতা হওয়ার সুযোগ সহজেই আসে। তাছাড়া আমি একটি সুবিধাজনক পরিবেশ থেকে এসেছি, আমার সুযোগ ছিল এবং আমি সেই সুযোগকে ভালোভাবে নিয়েছি।'

রণবীর চেয়েছিলেন পরিচালক রাজ কাপুর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পরিচালনা করুক। এমনকি তিনি বলেছিলেন, বরফিতে তার অভিনয় ছিল দাদার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা। রণবীর বলেন, 'আমি জানি না এটার (বরফি!) মতো সিনেমা হবে কিনা। তিনি সব ধরনের সিনেমার মানুষ ছিলেন। আমি অভিনেতার চেয়ে পরিচালক রাজ কাপুরের বড় ভক্ত।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

8h ago