বিগ বস তামিলের ষষ্ঠ সিজন নিয়ে আসছেন কমল হাসান

বিগ বসের সেটে কমল হাসান। ছবি: সংগৃহীত

কমল হাসান আবারও বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস তামিলের ষষ্ঠ সিজনের সঞ্চালনা করতে যাচ্ছেন। যেহেতু শোটি এ বছরের ৯ অক্টোবর প্রিমিয়ার হবে, তাই নতুন সিজনের কিছু অংশ ইন্টারনেটে সাড়া ফেলেছে। নির্মাতারা সিজন-৫ এর পরে বিগ বস আলটিমেট নিয়ে এসেছিলেন এবং তাই আসন্ন সিজনকে ষষ্ঠ সিজন বলা হচ্ছে।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস তামিল ৬-এর ফ্লোরে মৌচাকের আদলে ঢোকার মুখে রয়েছে অনন্য থিম। এদিকে, শয়নকক্ষ এবং লিভিং রুমসহ অন্যান্য অংশে ফুলের নকশা রয়েছে। এর মধ্যে একটি দেওয়ালকে বড় বড় ফুল দিয়ে সাজানো হয়েছে। উপরন্তু, বসবাস এবং ডাইনিং এলাকায় রঙিন প্রাচীর এবং একটি সোনার পালঙ্ক আছে।

এ বছর যেসব প্রতিযোগীদের লক করা হবে বলে আশা করা হচ্ছে তারা হলেন- শিবিন গণেশন, শ্রীনিধি সুদর্শন, ময়না নন্দিনী, রচিতা মহালক্ষ্মী, শেরিনা, মাহেশ্বরী চাণক্যন, রবার্ট মাস্টার, মুকেশ রবি, জিপি মুথু, দরশা গুপ্তা, আয়েশা। তাদের মেয়াদকালে কিছু চ্যালেঞ্জিং কাজ এবং কিছু মজাদার ক্রিয়াকলাপের মুখোমুখি হবেন।

এই সিজনে সাধারণ মানুষদের মধ্যে থেকে কিছু প্রতিযোগীও থাকার সম্ভাবনা আছে। এজন্য অডিশনও নেওয়া হয়েছিল। এখন, সেলিব্রিটি এবং সাধারণ মানুষ কীভাবে একই ছাদের নীচে বাস করতে পারে তা দেখা রোমাঞ্চকর হবে।

অন্যদিকে, কমল হাসানও ব্যস্ত আছেন তার বহু প্রতীক্ষিত ড্রামা ইন্ডিয়ান ২-এর শুটিংয়ে। তিনি ১৯৯৬ সালের ভারতীয় চলচ্চিত্রের পরে দ্বিতীয়বারের মতো পরিচালক এস শঙ্করের সঙ্গে কাজ করেছেন। কাজল আগরওয়াল এবং রাকুল প্রীত সিংকে এই সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

32m ago