শিল্পকলায় ৩-৫ নভেম্বর নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

ছবি: সংগৃহীত

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা বরেণ্য নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২২তম প্রয়াণ দিবস এবং ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২৩'। 

আগামী ৩-৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নির্মাতা সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে ব্যতিক্রমের এ ধারাবাহিক আয়োজন এ বছর ১৭ বছরে পদার্পণ করবে।

 
এবারের আয়োজনে থাকছে নাটক, সৈয়দ মহিদুল ইসলাম পদক প্রদান, মঞ্চবন্ধু ও যুগল সম্মাননা। 

খ্যাতিমান অভিনয়শিল্পী দিলারা জামান এ বছর পেতে যাচ্ছেন সৈয়দ মহিদুল ইসলাম পদক। 

মঞ্চবন্ধু সম্মাননা পদক পাচ্ছেন নির্দেশক ও অভিনয়শিল্পী ড. আলী মাহমুদ, ইকবাল বাবু, শিশির রহমান; অভিনয়শিল্পী ও নির্মাতা আউয়াল রেজা, অভিনয়শিল্পী পংকজ মজুমদার।

এ ছাড়া যুগল সম্মাননা দেওয়া হবে অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও ফাহমিদা হক কলি, কাজী রাজু ও কাজী লায়লা বিলকিস, শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত এবং আলি আহমেদ মুকুল ও জলি চৌধুরী দম্পতিকে।

আগামী ৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। ওই দিন মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক আমরা 'তিন জন'।

৪ নভেম্বর থাকছে ব্যতিক্রমের নাটক 'পাখি' এবং স্কুল অব অ্যাকটিংয়ের প্রযোজনা 'ফিরে দেখা'।

৫ নভেম্বর থাকছে থিয়েটারের নাটক 'স্পার্টাকাস বিষয়ক জটিলতা'। পাশাপাশি প্রতিদিনই থাকবে স্মরণ আলোচনা। 

 

 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

8h ago