আইসিইউ নয়, এইচডিইউতে সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হলেও অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শিল্পীর মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন।

গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে 'আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব' শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনের সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। তখন তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া শেষে ছাড়পত্র দেওয়া হয়।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

RMG exports to US grow after a gap of two years

Garment shipment to the US increased by 0.75% to $7.34 billion

7h ago