ঢাকায় ১০ দিনের সফরে শর্মিলা ঠাকুর
ভারতের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।
আজ বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরে একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে জানান চলচ্চিত্র উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
জানা গেছে ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন শর্মিলা ঠাকুর। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে ছবিগুলো দেখে সেরা সিনেমা বাছাই করবেন বিচারক হিসেবে।
শর্মিলা ঠাকুরের চলচ্চিত্রে অভিষেক ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়ে। তিনি দুই বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন; প্রথমবার মৌসম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। ২০১৩ সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করে।
শর্মিলা ঠাকুর ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান সাইফ আলী খান ও সোহা আলী খান।
Comments