২০২৫ সালে যেসব নায়ক-নায়িকার সিনেমা আসছে
২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমার জন্য দর্শক অপেক্ষা করছেন। এই সিনেমাগুলোর মধ্যে কয়েকটির শুটিং শেষ হয়েছে। আরও কিছু সিনেমার শুটিং চলমান।
নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে এই বিশেষ আয়োজন।
শাকিব খান
২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো পর্দায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও আছেন যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান।
এছাড়া শাকিব খানের রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' নামের আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরিফিন শুভ
নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা 'নীলচক্র'। মিঠু খান পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।
ক্রাইম ঘরানার সিনেমার আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। এই প্রথমবার তাকে কোনো সিনেমায় দেখা যাবে।
এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবিসহ অনেকেই।
শুভ অভিনীত আরেকটি সিনেমা হলো 'ঠিকানা বাংলাদেশ'। অনম বিশ্বাস পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন। নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদসহ অনেকেই। এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা তুলে ধরা হবে।
আফরান নিশো
শিহাব শাহীন পরিচালিত দ্বিতীয় সিনেমা 'দাগি'। সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশ্রণে 'দাগি' সিনেমাটি নির্মিত হচ্ছে। ঈদুল ফিতরে 'দাগি' সিনেমাটি মুক্তি পাচ্ছে।
সিয়াম আহমেদ
সিয়াম আহমেদ অভিনীত 'জংলি' সিনেমাটি ২০২৪ সালে মুক্তির কথা ছিল। বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি।
'জংলি' সিনেমার সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
মেহজাবীন চৌধুরী
২০২৫ সালে মুক্তি পাবে মেহজাবীন চৌধুরী অভিনীত মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা 'সাবা'। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা।
মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'প্রিয় মালতি' দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সিনেমা 'সাবা'র জন্য অপেক্ষা থাকবে দর্শকদের মধ্যে।
শবনম বুবলি
চিত্রনায়িকা শবনম বুবলি 'পিনিক' সিনেমায় কিছুটা ভিন্ন ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন। বুবলির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।
অ্যাকশন, থ্রিলারধর্মী সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে। বুবলি ও সিয়াম আহমেদ অভিনীত 'জংলি' সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments