২০২৪: আলোচিত নায়ক-নায়িকা-সিনেমা ও গান

২০২৪

চলতি বছর মোট ৫০টি দেশীয় বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলোর মধ্যে হাতেগোনা দু-একটি ব্যবসা সফল হয়েছে। ব্যবসা না করতে পারলেও বেশকিছু সিনেমার অভিনেতা-অভিনেত্রী আলোচনার শীর্ষে নিজেদের ধরে রেখেছেন।

তবে জুলাইয়ের পর যেসব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার একটিও ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমার শীর্ষে অবস্থান নায়ক-নায়িকা, সিনেমা ও গান নিয়ে সালতামামি থাকছে আজ। 

আলোচিত নায়ক

ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে শীর্ষ অবস্থানে আছেন শাকিব খান। ১৭ জুন ঈদুল আযাহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি এ বছরের সবচেয়ে আলোচিত ও সুপারহিট সিনেমা। সিনেপ্লেক্সে বছরের সেরা ১০ সিনেমার ১ নম্বরে আছে 'তুফান' সিনেমাটি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব অভিনীত আরেকটি সিনেমা হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' হিটের তালিকায় রয়েছে। স্টার সিনেপ্লেক্স তাদের সেরার তালিকার ১০ নম্বরে রেখেছে অনন্য মামুন পরিচালিত শাকিবের 'দরদ' সিনেমাটি।

আলোচিত নায়িকা

নায়িকাদের মধ্যে শীর্ষ অবস্থানে আছেন শবনম বুবলি। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ' সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। 'দেয়ালের দেশ' সিনেমায় তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ।

সিনেমায় অভিষেক

মেহজাবীন চৌধুরীর টেলিভিশন থেকে চলচ্চিত্রে অভিষেক হয়েছে এই বছরে। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত 'প্রিয় মালতী' সিনেমায় তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই অভিনেত্রীর অভিনয় বিষয়ে ইতিবাচক কথা লিখেছেন। শোবিজ সংশ্লিষ্ট অনেকেই তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। প্রথম চলচ্চিত্র হিসেবে মেহজাবীন চৌধুরীর জন্য এটি স্মরণীয় বছর হয়ে থাকবে।

আলোচিত সিনেমা

শীর্ষে থাকা সিনেমার তালিকার প্রথমে রয়েছে নির্মাতা রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার'। অন্য আলোচিত সিনেমার মধ্যে রয়েছে মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ', গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা', মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর', কামরুজ্জামান রুমান পরিচালিত  'মোনাজ্বিন-২', মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত '৮৪০', অনন্য মামুন পরিচালিত 'দরদ', শঙ্খ দাসগুপ্ত পরিচালিত 'প্রিয় মালতী' সিনেমাগুলো।

আলোচিত সিনেমার গান

সিনেমার গানের মধ্যে শীর্ষ অবস্থানে  রয়েছে 'তুফান' সিনেমার 'দুষ্ট কোকিল' গানটি। কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও অকাশ সেন গানটি গেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে 'তুফান' সিনেমার 'লাগে উরা ধুরা' গানটি। দ্বৈতকণ্ঠে এই গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। 'রাজকুমার' সিনেমার 'ও রাজকুমার' গানটি  আলোচনায় রয়েছে। দ্বৈতকণ্ঠে এই গানটি গেয়েছেন কোনাল ও বালাম।

Comments

The Daily Star  | English
UN fact-finding report on July uprising

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

4h ago