আমার পুরো মনোযোগে ‘জংলি’: সিয়াম

জংলি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সিয়াম ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় নায়ক। বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তার ক্যারিয়ারে। এবার আসছেন নতুনভাবে। তার অভিনীত 'জংলি' ঈদুল আযহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

'জংলি' সিনেমায় সিয়াম নতুন লুক নিয়ে রূপালি পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন। টানা ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছেন এই সিনেমার জন্য। দেড় মাস ধরে চলছে শুটিং।

সিয়াম বলেন, 'জংলি সিনেমার জন্য প্রচুর সময় দিচ্ছি। ভিন্নভাবে পর্দায় আসছি।'

'জংলি সিনেমার জন্য ছয় মাস দাড়ি-গোঁফ কাটিনি। এতটাই সময় ও শ্রম দিয়ে কাজটি করছি। আমার পুরো মনোযোগে এখন জংলি সিনেমাটি,' যোগ করেন তিনি।

সিনেমাটি সম্পর্কে সিয়াম আরও বলেন, 'অ্যাকশন ঘরানার সিনেমা এটি। এই সিনেমার লুক প্রকাশ হয়েছে। নতুনভাবে আমাকে সবাই দেখতে পেয়েছেন। আরও চমক থাকছে।'

সিনেমার গল্প সম্পর্কে সিয়াম বলেন, 'এখানে দারুণ একটি বিষয় কাজ করবে। কেউ যদি মনে করেন এটি চলতি সময়ের গল্প, তা-ও বলতে পারবেন। আবার কেউ যদি ৫-১০ বছর পেছনের গল্প বলতে চান, তাতেও সমস্যা নেই। একইসঙ্গে এটাকে আগামী দিনের গল্প বললেও ভুল হবে না।'

ছয় মাস দাড়ি-গোঁফ না কেটে বাসায় ফেরার বিষয়ে সিয়াম বলেন, 'আমার সন্তান তো ছোট। প্রথম প্রথম আমাকে চিনতেই পারেনি। একটু ভয়ও পেত। আমি শুটিংয়ের জন্য প্রায় ১০-১৫ দিন পর পর বাসায় ফিরতাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে।'

নতুন গেটআপ কেমন লাগছে? একটু ভেবে এ প্রশ্নের জবাবে সিয়াম বলেন, 'আমি আসলে চরিত্রের মধ্যে ঢুকে গেছি। জংলি সিনেমার মধ্যে ডুবে আছি। জাতি হিসেবে আমরা ইমোশনাল। আমিও এর বাইরে নই। সবকিছু মিলিয়ে আমিও ইমোশনাল অনেকটাই।'

সিনেমার শুটিংয়ের কথা জানতে চাইলে সিয়াম বলেন, 'একদিন রাত আড়াইটা পর্যন্ত শুটিং করেছি। তারপর আবার ভোরবেলা ঘুম থেকে উঠেই শুটিং। রাতে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাতের আঙুলও মচকে গিয়েছিল। খুব ব্যথা পেয়েছিলাম। পায়েও ব্যথা পেয়েছিলাম। ভোরবেলা ডাক্তারের পরামর্শ নিয়ে আবার শুটিং করতে যাই। কারণ, আমার জন্য পুরো ইউনিট ক্ষতির সম্মুখীন হোক, তা চাইনি।'

তিনি বলেন, 'আরেকদিন প্রচণ্ড গরমের মধ্যে শুটিং পড়েছিল। ইউনিটের তিন জন হিটস্ট্রোক করেছিলেন। ইউনিটের অনেকের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। কিন্তু কাজ তো শেষ করতে হবে। এভাবেই ভালোবাসা দিয়ে সবাই শুটিং করেছি।'

সিনেমার নায়িকা বুবলির বিষয়ে তিনি বলেন, 'তিনি খুবই হেল্পফুল। শুটিং করার সময় খুব সাপোর্ট করেছেন।'

'জংলি' সিনেমা পরিচালনা করছেন এম রাহিম। সিয়াম বলেন, 'পরিচালক তার শতভাগ মেধা দিয়ে কাজটি করছেন।'

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

10h ago