মারা গেছেন ‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান
চলচ্চিত্র পরিচালক সি বি জামান মারা গেছেন।
একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা।
গত ১৩ ডিসেম্বর থেকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক।
সি বি জামান নির্মিত সিনেমার মধ্যে রয়েছে ঝড়ের পাখি, উজান ভাটি, লাল গোলাপ, কুসুম কলি, শুভরাত্রি, দিন যায় কথা থাকে, হিসাব নিকাশ ও পুরস্কার।
তার জানাজা আজ বাদ এশা এফডিসিতে অনুষ্ঠিত হবে।
Comments