‘তমা-মিষ্টি দুজনই বুঝতে পেরেছে তাদের এমন করা উচিত হয়নি’

তমা মির্জা
তমা মির্জা ও মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

অবশেষে দ্বন্দ্বের অবসান হলো ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাতের।

চিত্রনায়িকা তমা মির্জা প্রথমে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এর কয়েকদিন পর ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে পাল্টা আইনি নোটিশ পাঠান আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

তাদের এসব বিষয় নিয়ে গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে দুই চিত্রনায়িকার সঙ্গে বসে দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর।

তমা মির্জা বলেন, 'মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে এসব কিছুর ভুল বোঝাবুঝির অবসান করেছি।'

শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টি । ছবি: সংগৃহীত

মিষ্টি জান্নাত বলেন, 'আমাদের মধ্যে কিছুটা ভুল-ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিষয়গুলো ঠিকভাবে সমঝোতা হয়েছে।'

এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, 'তমা ও মিষ্টি দুজনেই  বুঝতে পেরেছে তাদের এমন করা উচিত হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য।'

Comments

The Daily Star  | English

Demand to ban AL: Mass rally continues at Shahbagh

Leaders and activists from different organisations joined the gathering at 3:00pm today

12m ago