আগামী কোরবানিতে আসছে না ‘তুফান-২’: শাকিব খান

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত কোরবানির ঈদে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানকে নিয়ে 'তুফান' নির্মাণ করে সাড়া ফেলেন নির্মাতা রায়হান রাফী। পরে ইঙ্গিত দেওয়া হয় 'তুফান-২' আসবে। 

গতকাল বুধবার নির্মাতা রাফী আরেক সিনেমার ঘোষণার পর ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন, ২০২৫ সালে রোজার ঈদে তার 'লায়ন' ছবি আসবে এবং কোরবানির ঈদে দেখা হবে 'তুফান' সিনেমার সঙ্গে! 

এই ঘোষণার পর দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে 'লায়ন' সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন 'তুফান' নিয়ে। তারা মনে করছেন, তাহলে ২০২৫ এর কোরবানির দিলে তুফান-২ দেখতে পাবেন।

কিন্তু 'তুফান' সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা শাকিব খান দ্য ডেইলি স্টারকে এ সম্ভাবনা উড়িয়ে দিলেন।

আজ বৃহস্পতিবার শাকিবকে টেলিফোন করা হলে তিনি বলেন, 'আগামী বছর কোরবানি ঈদে 'তুফান-২' আসবে না, কোনো সম্ভাবনা নেই।'

'সিনেমাটি আসবে আরও পরে। তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়ে আছে,' যোগ করেন এই নায়ক। 

'তুফান' প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি, এসভিএফ।

শাকিব খান বলেন, 'এই তিন প্রডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে। সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে। যেহেতু এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি, তাই কিছু বলতে চাই না।'

এছাড়া, শাকিব খান চলতি মাসে মাঝামাঝি সময়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।  

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

10h ago