কলকাতার ৪৭ হলে তুফান, কী বললেন শাকিব

নায়িকা মিমির সঙ্গে শাকিব। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি বাংলাদেশ ছাড়িয়ে আরব আমিরাত, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি দেশে সাফল্যের সঙ্গে চলছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি আজ শুক্রবার মুক্তি পেল ভারতের ৪৭টি  সিনেমা হলে।

ভারতে তুফান মুক্তি দিয়েছে এসভিএফ।

প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সনি বলেন, 'সিনেমাটি নিয়ে পশিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। এ কারণে আমরা তুফানকে তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। সিনেমার গানগুলো বাংলাদেশের মতো এখানেও দর্শকরা প্রচুর পছন্দ করেছেন।'

তুফান মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে শাকিব খান, সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী,পরিচালক রায়হান রাফী ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সনি।

সেখানে শাকিব খান বলেন, 'ইতোমধ্যে ৬-৭টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে তুফানের শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলা সিনেমা।'

শাকিব খান বলেন, 'এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। জয় হোক, বাংলার জয়।'

তিনি আরও বলেন, 'ওপার-এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিলের সঙ্গে, পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

10h ago