এক নাটকের জন্য ১৩ দিন শুটিং করেছেন তৌসিফ

তৌসিফ মাহবুব। ছবি: সংগৃহীত

অবশেষে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তৌসিফ মাহবুব অভিনীত নাটক 'রূপকথা'। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি এখন পর্যন্ত সর্বাধিক বাজেটে নির্মিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 

তৌসিফ মাহবুব বলেন, 'এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। কিন্তু "রূপকথা" কাজটির জন্য  অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। টানা ১৩ দিন শ্যুট করেছি। এমনও হয়েছে কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম, যেন কোনো কমতি না হয় শুটিংয়ের। কাজটা ভালো করতে যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি।'

'১৩ দিন শুট করলেও সাধারণত রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক,' বলেন তিনি।

প্রেমের গল্পেই নির্মিত হয়েছে 'রূপকথা'। নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে আছেন কেয়া পায়েল।

 

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

39m ago