মালয়েশিয়া বেড়াতে যাওয়া ১১ বন্ধুর গল্প

সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'কাউন্ট ডাউন'। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা।

নাটকের গল্পে দেখা যাবে- আবীর, আহনাফ, ময়ূখ, সায়মন, জিসান, ইরা, অ্যানি, মাইশা, সিমিন, কণা, শ্রেয়াসহ ১১ বন্ধু মালয়েশিয়াতে বেড়াতে যাবেন। এর আগে, কখনো একসঙ্গে দেশের বাইরে যাওয়া হয়নি তাদের। তাই এবারের বেড়ানোর আনন্দটা একটু বেশি। তারা মালয়েশিয়াতে দল বেঁধে ঘুরছে ও দর্শনীয় স্থান দেখছে। তাদের সেই বন্ধুত্বের সঙ্গে প্রেমও আছে। এসব নিয়ে এগিয়ে যাবে ধারবাহিকটির গল্প।

এতে আরও অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদসহ অনেকেই। সকাল আহমেদের পরিচালিত নাটকটি লিখেছেন শাহ্ মো. নাঈমূল করিম।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago