৮ বছর পর পর্দায় ফিরলেন রিচি সোলায়মান
এদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মান। একটা সময় প্রচুর নাটক করেছেন। এক ঘণ্টার নাটক, ধারাবাহিক নাটকে নিয়মিত ছিলেন। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন তিনি। কিন্তু, হঠাৎ করেই অভিনয় কমিয়ে দেন। এরপর গত ৮ বছর আর অভিনয় করেননি।
দীর্ঘ বিরতির পর ফিরলেন ওয়েবফিল্ম 'গিরগিটি' নিয়ে। সম্প্রতি শুটিং করেছেন কলকাতায়।
রিচি সোলায়মান আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, '৮ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। তার মূল কারণ হচ্ছে আমার দুই সন্তান। ওদের সময় দিয়েছি। ওদের বড় করেছি। সন্তানদের প্রাধান্য আমার কাছে আগে ছিল।'
'এখন আমার দুই সন্তান নিজেদের পড়ালেখা নিজেরা করতে পারে। ওদেরকে পড়াশোনার জন্য চাপ কিংবা বলে দিতে হয় না। এটা আমার বড় প্রাপ্তি। এজন্যই এত বছর পর অভিনয়ে ফিরলাম,' বলেন তিনি।
অভিনয়ে ফিরে কেমন লাগছে জানতে চাইলে রিচি সোলায়মান বলেন, 'ভীষণ ভালো লাগছে। ফেরার আনন্দটা সত্যিই অন্যরকম, বলে বোঝানো যাবে না। অনেক খুশি আমি। দর্শকদের সামনে আসছি এটা অনেক আনন্দের।'
'সিদ্ধান্ত নিয়েছিলাম যদি নতুন করে কাজে ফিরি তাহলে ভালো কোনো কিছু দিয়ে ফিরব। সেভাবেই ফিরেছি। তিন মাসে হয়ত একটি কাজ করব। আমি মনে করি ভালো কাজ একজন শিল্পীকে অনেকদিন বাঁচিয়ে রাখে। ভালো কাজ করতে চাই। সংখ্যায় কম হোক,' বলেন তিনি।
নতুন ওয়েব ফিল্মে অভিনয় করার কারণ হিসেবে তিনি বলেন, 'এই ওয়েব ফিল্মটি নারী প্রধান গল্পের। সেজন্য কাজটি পছন্দ হয়েছে। সেভাবেই অভিনয় করেছি। দুজন মেয়েকে নিয়ে গল্প এগিয়ে যাবে।'
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। তিনি বলেন, '৩-৪ মাস প্রস্তুতি নিয়েছি পুলিশ অফিসারের চরিত্রটির জন্য। অনেক ভেবেছি। পুলিশ অফিসারদের সাথে কথাও বলেছি। কিছু কাজ দেখেছি। অনেক রকম প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।'
দর্শকদের কতটা মিস করেছেন জানতে চাইলে রিচি বলেন, 'মিস তো করেছি। দর্শকরাও আমাকে মিস করেছেন। হাজার হাজার মানুষ আমাকে প্রশ্ন করেছেন কবে ফিরব অভিনয়ে? আমার ছেলে বলেছে, মা, তুমি আবার রিচি সোলায়মান হয়ে যাও। তারপর আশিক ভাই অভিনয়ে ফেরার কথা বলেছেন। আমি সবাইকে বলেছি ফেরার মতো কাজ কিছু পেলে ফিরব।'
গিরগিটি ওয়েব ফিল্মের জন্য কলকাতায় ৮ থেকে ১০ দিন শুটিং করেছেন রিচি সোলায়মান। পুরো শুটিং শেষ করেই দেশে ফিরেছেন। ওখানকার কাজের পরিবেশ সম্পর্কে রিচি সোলায়মান বলেন, 'ওরা খুব প্রফেশনাল। পেশাদারিত্বটা ভালো লেগেছে।'
'গিরগিটি' ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন বিজয়া জানা। প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পী বলেন, 'জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা, এইসব সৃষ্টিকর্তার দান। মানুষের ভালোবাসা সত্যিই বড় বিষয়। এটাকে আমি সম্মান করি।'
Comments