দর্শকরা আমাকে যেমন মিস করেন, আমিও তাদের মিস করি: মোনালিসা

মোনালিসা। ছবি: সংগৃহীত

মোনালিসা একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। মিষ্টি হাসির এই মডেল আমেরিকায় বসবাস করছেন অনেক বছর ধরে। মাঝে একবার দেশে এসেছিলেন, তা-ও অনেক বছর আগে।

এবার ছয় বছর পর দেশে ফিরেছেন মোনালিসা। দেশে ফেরার পর মায়ের সাথে সময় কাটাচ্ছেন।

দেশে ফেরার অনুভূতি জানতে চাইতে মোনালিসা বলেন, 'ভীষণ ভালো লাগছে এত বছর পর দেশে ফিরে। মায়ের কাছে ফিরেছি, আমার দেশে ফিরেছি–এই ভালোলাগার অনুভূতি বলে শেষ করতে পারব না।'

প্রবাসে কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, 'ভালো আছি। আমেরিকায় অনেক ভালো আছি। ভালো কিছু করছি। তবে দেশকে ভুলিনি। সবার আগে আমার দেশ।'

পরশু দিন দেশে ফিরেছেন মোনালিসা। ঢাকায় নামার পর যার পর নাই মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, 'সত্যিই দেশের এত পরিবর্তন দেখে মুগ্ধ হয়েছি। মনটা ভরে গেছে। এত সুন্দর হয়েছে সবকিছু! কত বদলে গেছে। কত উন্নয়ন হয়েছে! কী দেখে গিয়েছিলাম আর কী দেখতে পেলাম! ঢাকা শহরের এত উন্নয়ন আমাকে ভীষণ মুগ্ধ করেছে।'

এবার বেশকিছু দিন দেশে থাকবেন তিনি। অভিনয়ও করবেন। ফেরার আগেই পরিচালকরা যোগাযোগ করেছেন।

মোনালিসা বলেন, 'অবশ্যই অভিনয় করব। তবে বেছে বেছে। আমি তো অভিনয়ের মানুষ। দর্শকরা আমাকে যেমন মিস করেন, আমিও তাদের মিস করি।

'অভিনয়ের ব্যাপারে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেব। আমার ক্যারিয়ারে সবসময় ভালো কাজকে প্রাধান্য দিয়েছি। এবারও তাই করব,' বলেন তিনি।

দেশ ফিরে কীভাবে সময় কাটছে জানতে চাইলে মোনালিসা বলেন, 'মাত্র তো এলাম। পরশু দিন দেশে ফিরেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়েছি একটি অনুষ্ঠানে। এয়ারপোর্ট নেমে সরাসরি ওখানে গেছি। অনেকের সাথে দেখা হয়েছে। অনেক সাংবাদিক ভাই-বোনদের সাথেও দেখা হয়েছে।'

প্রবাসে থাকার কারণে মাকে খুব মিস করেন। মায়ের হাতের রান্নাও মিস করেন জানিয়ে মোনালিসা বলেন, 'মায়ের রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি প্রথম দিন এসে। সাথে ছিল ডাল ও বিভিন্ন ভর্তা। আমি বাঙালি খাবার পছন্দ করি।'

বিয়ে কিংবা সংসার জীবন নিয়ে কী ভাবছেন জানতে চাইলে কিছুক্ষণ ভেবে উত্তর দেন মোনালিসা। তিনি বলেন, 'ক্যারিয়ার এবং কাজ নিয়ে আছি। তবে যে আমাকে বুঝবে, সম্মান করবে, শিল্পী পরিচয়কে মূল্য দেবে, ম্যাচ করবে আমার সঙ্গে তেমন মানুষ যদি কখনো পাই তবে সংসার জীবন নিয়ে ভাববো।'

'দেখুন, আমি চাই না স্টার হিসেবে কেউ দেখবে। আমিও মানুষ, সাধারণ মানুষ। আমাকে মানুষ হিসেবে প্রথমে বিবেচনা করতে হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago