ঈদের তৃতীয় সপ্তাহেও আলোচনায় ঢালিউডের যেসব সিনেমা

ঈদুল ফিতরের তৃতীয় সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলমান রয়েছে। কয়েকটি সিনেমার হল সংখ্যা কমেছে, আবার কয়েকটি সিনেমার হল সংখ্যা কারো বেড়েছে।

ঈদে মুক্তির পর এখনো মাল্টিপ্লেক্সে শীর্ষে অবস্থান করছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমাটি। মাল্টিপ্লেক্সে এখনো অনেক শো হাউজফুল যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সে 'রাজকুমার' তৃতীয় সপ্তাহেও শীর্ষে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে দেশের ৮২ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে 'রাজকুমার' সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কোর্টনি কফি। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

ঈদে মাত্র ৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত 'লিপিস্টিক'। তবে মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ৩১টি সিনেমাহলে চলছে সিনেমাটি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠুসহ অনেকেই।

তৃতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সগুলোতে চলছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা'। ৪০০ বছরের পুরোনো প্রেক্ষাপটে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন–শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ, মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমিসহ অনেকে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি তৃতীয় অবস্থানে রয়েছে।

শরিফুল রাজ অভিনীত মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহে সারাদেশের ২৬ টি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানসহ অনেকেই। এই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে পঞ্চম অবস্থানে রয়েছে।

শুধু চারটি মাল্টিপ্লেক্সে চলছে 'মোনা: জ্বীন-২' সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠুসহ অনেকে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি চার নম্বর অবস্থানে রয়েছে।

মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'দেয়ালের দেশ' সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে ১১টি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলি।

এছাড়া কয়েকটি সিনেমা হলে 'মায়া দ্য লাভ' নামে একটি সিনেমা চলছে ঈদের তৃতীয় সপ্তাহে এসে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো 'রাজকুমার', 'দেয়ালের দেশ', কাজলরেখা', 'ওমর', 'জ্বীন ২', 'লিপস্টিক',  'মায়া; দ্য লাভ', 'গ্রীণ কার্ড', 'মেঘনা কন্যা', 'সোনার চর', ও আহারে জীবন।

Comments