সম্মানের সঙ্গে আছি, এটাই ১৯ বছরের পথচলায় অর্জন: তানজিকা আমিন

তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

তানজিকা আমিনের পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'বকুল ফুলের মালা' সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ।

এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। দীর্ঘ বিরতির পর তাকে পাওয়া যায় 'গহীনে গান' সিনেমায়।

২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন তানজিকা আমিন। তারপর থেকে শোবিজে কাজ করে চলেছেন। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ—তিন মাধ্যমেই তার উপস্থিতি রয়েছে।

তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

আলোচিত 'মহানগর টু' ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটে তানজিকা আমিন।

তার ভাষ্য, 'ওয়েব সিরিজটি আশফাক নিপুণের ভালো একটি নির্মাণ এবং এর স্ক্রিপ্ট অসম্ভব ভালো ছিল। সবাই প্রশংসা করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছে। আমার চরিত্রটির প্রশংসা পেয়েছি।'

তিনি বলেন, 'আমার কাছের মানুষরা মিতু চরিত্রটির জন্য বেশ আপ্লুত। মিতু চরিত্রটি মানুষের মনে গেঁথে আছে। ভালো কাজ করার পর চাপ বেড়ে যায় শিল্পীদের। আমারও তাই হয়েছে।'

সিনেমা কম করার বিষয়ে তানজিকা আমিন বলেন, 'এমনিতেই আমি কাজ একটু কম করি। আর ভালো স্ক্রিপ্টও আমার কাছে আসেনি। আসলে হয়তো গল্পটা অন্যরকম হতো।'

তানজিকা আমিন অভিনীত নতুন ওয়েব ফিল্ম 'অমীমাংসিত' মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এ বিষয়ে তানজিকা বলেন, 'অমীমাংসিত ওয়েব ফিল্মে ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছি। আমার জন্য এটা একেবারেই ব্যতিক্রমী একটি চরিত্র।'

তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে নতুন একটি ওয়েব ফিল্ম এবং ডিসেম্বরে রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমার শুটিং শুরু করবেন তানজিকা।

১৯ বছরের শোবিজ যাত্রায় অর্জন সম্পর্কে জানতে চাইলে তানজিকা বলেন, 'আমি অল্পতে তুষ্ট। হয়ত সুপারস্টার হইনি, কিন্তু অভিনেত্রী হয়েছি। অভিনয় ভালোবাসি। ভালো আছি, সুস্থ আছি, অভিনয় করছি, মা-বাবাকে নিয়ে অনেক ভালো আছি। কোনো নেগেটিভ কিছু নেই আমাকে নিয়ে। সম্মানের সঙ্গে আছি—এটাই এই ১৯ বছরের পথচলায় অর্জন।'

হৃদি হক পরিচালিত '১৯৭১ সেই সব দিন' সিনেমায়ও পর্দার পেছনে কাজ করেছেন তানজিকা আমিন। এ বিষয়ে তিনি বলেন, 'এটি আমাদের বন্ধুদের সিনেমা এবং আমাদের সবার সিনেমা। যতবার এই সিনেমা দেখেছি, ততবার কেঁদেছি।'

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago