তারার মেলা ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনায় পরীমনি

তারার মেলা অনুষ্ঠানে উপস্থাপনা করলেন পরীমনি। ছবি: সংগৃহীত
তারার মেলা অনুষ্ঠানে উপস্থাপনা করলেন পরীমনি। ছবি: সংগৃহীত

এবার ঈদে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। প্রথমবারের মতো কোনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান 'তারার মেলা'। এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

এক ঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচ।

এছাড়াও এ অনুষ্ঠানে শোনা যাবে কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়ার কণ্ঠে 'পেট পুড়েদ্দে তোয়ার লাই' এবং ফোক ও রক গানের সমন্বয়ে তাসনিম আনিকার কণ্ঠে 'অলিরও কথা শুনে বকুল হাসে' গানটি।

অনুষ্ঠানে আরো থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় বিশেষ র‌্যাম্প শো। খ্যাতিমান শিল্পীদের পরিবেশনার পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।

Comments

The Daily Star  | English

Four killed in Faridpur as train hits microbus on level crossing

The accident occurred around 12:30pm at Munshibazar area in Faridpur Sadar

21m ago