আমি চলে গেলে খবরটি সবাইকে পৌঁছে দিও: দিলারা জামান

দিলারা জামান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। স্টার ফাইল ছবি

একুশে পদক পদকপ্রাপ্ত গুণী অভিনয়শিল্পী দিলারা জামান। ৮০ বছর বয়সেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি তাকে। এখনও অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। বর্তমানে শুটিং করছেন নতুন ধারাবাহিক নাটক এমিল ও গোয়েন্দা বাহিনীর। নাটকটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ।

দিলারা জামান বলেন, 'বয়সের ভারে চাইলেও খুব বেশি কাজ করতে পারি না। কিন্ত যতটুকু পারি এখনও অভিনয় করছি। একটা জীবন তো অভিনয় করেই পার করে দিলাম।'

নতুন ধারাবাহিকের বিষয়ে তিনি বলেন, 'নাটকটি গোয়েন্দা গল্প নির্ভর। দাদীর চরিত্রে অভিনয় করেছি। ঢাকা শহরের মধ্যে আমার অংশের শুটিং হয়েছে। দূরে শুটিং করার কথা বললেও এখন আর যেতে সাহস পাই না। শরীর নিতে পারে না।'

এক প্রশ্নের জবাবে ৫ দশক ধরে অভিনয় করে আসা দিলারা জামান বলেন, 'এক এক করে সবাই চলে যাচ্ছে, এটা খুব কষ্টের। শর্মিলী আহমেদ আমার কাছের মানুষ ছিলেন, চলে গেলেন। মাসুম আজিজ খুব কাছের মানুষ ছিলেন, তিনিও চলে গেলেন। একদিন সবাই যাবে। আমিও চলে যাব। আমি চলে গেলে খবরটি সবাইকে পৌঁছে দিও।'

দিলারা জামান বর্তমানে শুটিং করছেন নতুন ধারাবাহিক নাটক এমিল ও গোয়েন্দা বাহিনীর। ছবি: স্টার

'মানুষের ভালোবাসা নিয়ে বহু বছর অভিনয় করে কাটিয়ে দিলাম। চলে যাওয়ার সময়ও যেন মানুষের ভালোবাসা পাই', যোগ করেন দিলারা জামান।

মাসুম আজিজের বিষয়ে তিনি বলেন, 'মাসুম আজিজ পরিচালিত প্রথম নাটক বড়মা। সেই নাটকে আমি অভিনয় করেছিলাম। মঞ্চে তার অভিনয় দেখেছি। গুণী শিল্পী ছিলেন। জীবদ্দশায় একুশে পদক পেয়েছেন, না পেলে আফসোস থেকে যেত। মাসুম আজিজকে শেষ দেখা দেখতে শহীদ মিনারে গিয়েছিলাম। শরীরে না কুলালেও গিয়েছি। তার সঙ্গে কত স্মৃতি। আমাকে আপা ডাকতেন। খুব সম্মান করতেন। আবার শহীদ মিনারে গিয়ে চেনা মানুষদের সঙ্গেও দেখা হয়েছে, এটাও তো অনেক।'

'সবশেষ ধামরাইয়ে মাসুম আজিজের স্ত্রীর সঙ্গে একটি শুটিংয়ে দেখা হয়েছিল। তখনই জেনেছিলাম মাসুম আজিজের শরীরটা ভালো যাচ্ছে না। শুনে খারাপ লেগেছিল আমার। তার জীবদ্দশায় শেষ দেখা হলো না', আফসোস করে বলেন দিলারা জামান।

খ্যাতিমান এই অভিনেত্রী বলেন, 'নীতির ক্ষেত্রে মাসুম আজিজ কখনো কম্প্রোমাইজ করেননি। এতটাই নীতিবান ছিলেন। এজন্য তার প্রতি আলাদা সম্মান কাজ করত।'

দিলারা জামান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে অন্যতম বঙ্গবন্ধুর জীবনীর ওপর ভিত্তি করে করা 'মুজিব'।

এটিকে জীবনের অন্যতম সেরা কাজগুলোর একটি মনে করেন দিলারা জামান।

বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, 'যে কয়টা দিন বেঁচে আছি, সুস্থ যেন থাকতে পারি। মানুষের ভালোবাসা ও ওপরওয়ালার রহমত খুব প্রয়োজন। সবাই যেন আমার জন্য দোয়া করেন।'

 

Comments

The Daily Star  | English

20 non-banks on BB red list

As of December last year, they disbursed Tk 25,808 crore in loans against collateral worth Tk 6,899 crore, according to the BB report

10h ago