আগামীকাল রামপুরায় হতে পারে মনি কিশোরের দাফন

মনি কিশোর | ছবি: সংগৃহীত

নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ তিনদিন ধরে রাখা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। 

মরদেহ দাফন হবে না কি সৎকার, এমন বিষয়ে জটিলতাও তৈরি হয়েছিল। 

অবশেষে সব জটিলতা কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার মনি কিশোরের দাফন করা হচ্ছে। 

আজ বুধবার গীতিকার মিল্টন খন্দকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শিল্পীর মেয়ে নিন্তী চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন। থানা কর্তৃপক্ষ কাগজটি রাতেই পেয়ে যাবে। এটা পেলে  আগামীকাল বাদ জোহর শিল্পীর নামাজের জানাজা ও দাফন হবে।'

আমরা সিদ্ধান্ত নিয়েছি রামপুরা বনশ্রীর কোনো গোরস্থানে তাকে  দাফন করব,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন , 'আমরা আশা করেছিলাম শিল্পীর মেয়ে দেশে আসবেন। কিন্তু পরীক্ষা চলার কারণে আসতে পারবেন না। এ কারণে সেখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে লাশ দাফনের জন্য লিখিত দিয়েছেন।'

শনিবার দিবাগত রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনি কিশোরের উল্লেখযোগ্য গানের মধ্যে আছে-'কী ছিলে আমার বলো না তুমি', 'আমি মরে গেলে', 'ফুল ঝরে তারা ঝরে', 'মুখে বলো ভালোবাসি', 'আমি ঘরের খোঁজে'। 

Comments