শাফিন আহমেদের মরদেহ দেশে আসবে সোমবার, দাফন ৩০ জুলাই

শাফিন আহমেদ। স্টার ফাইল ফটো

কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় তার জানাজা হয়।

তার পারিবারিক সূত্র জানায়, শাফিন আহমেদের মরদেহ বাংলাদেশে আসবে ২৯ জুলাই বিকেলে। শিল্পীর জানাজা নামাজ ৩০ জুলাই বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম ও বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত।

মাইলস ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদের কন্ঠে শ্রোতাপ্রিয় গানের তালিকায় একক অ্যালবাম ও ব্যান্ডের গানের তালিকায় রয়েছে 'চাঁদ তারা সূর্য', 'প্রথম প্রেমের মতো', 'গুঞ্জন শুনি', 'সে কোন দরদিয়া', 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'পাহাড়ি মেয়ে', 'কি যাদু', 'কতকাল খুঁজব তোমায়', 'হৃদয়হীনা', 'স্বপ্নভঙ্গ', 'জ্বালা জ্বালা', 'শেষ ঠিকানা', 'পিয়াসী মন', 'বলব না তোমাকে', 'জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন', 'আজ জন্মদিন তোমার', 'প্রিয়তমা মেঘ' গানগুলো।

শাফিন আহমেদ ২৫ জুলাই ভোর ৬টার দিকে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago