কোনালের উপস্থাপনায় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

কোনাল। স্টার ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডর ১৭তম আসরের উপস্থাপনা করবেন। এবারের আসর বসবে আগামী ১৮ অক্টোবর।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডর ১৭তম আসরের থাকছে বহুমাত্রিক আয়োজন।

এ বিষয়ে কোনাল বলেন, 'এই অ্যাওয়ার্ড আয়োজন উপমহাদেশের সংগীত অঙ্গনে অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। এবারের আয়োজনে বিভিন্ন চমক রয়েছে। এতো বড় অনুষ্ঠান উপস্থাপনা করাটা আসলে অনেক বড় দায়িত্বের ব্যাপার। বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছি। যেহেতু অনুষ্ঠান হবে চমকে ভরপুর, তাই উপস্থাপনার মধ্যে চমক রাখার চেষ্টা থাকবে।'

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ বলছেন, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল।

শুরু থেকে শেষ পর্যন্ত কোনাল উপস্থাপনা থাকলেও কয়েকটি সেগমেন্টে মঞ্চে  উপস্থাপনা করবেন ইমরান ও অপু মাহফুজ।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

42m ago