ইরানে পুরস্কারজয়ী 'ফাতিমা' সিনেমায় কোনালের গান

কোনাল। ছবি: সংগৃহীত

চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমির কথায় এবং পাভেল আরীনের সুর সংগীতে মুক্তির অপেক্ষায় থাকা 'ফাতিমা' সিনেমায় গান গেয়েছেন সময়ের দর্শকনন্দিত শিল্পী কোনাল। এই তিনজন প্রথমবার একসঙ্গে কোনো সিনেমার জন্য গান করলেন।

'আমি শুধু যে তোমার' গানটি প্রকাশিত হয়েছে বঙ্গের ইউটিউব চ্যানেলে ও ফাতিমার ফেসবুক পেজে।

কোনাল। ছবি: সংগৃহীত

কোনাল বললেন, 'খুব চমৎকার কথা-সুরের একটা গান করেছি। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। তাদের সঙ্গে প্রথমবার কোনো সিনেমায় গাওয়ার অভিজ্ঞতা আমার জন্য খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গানটি ভালো লাগবে।'

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনালের উল্লেখযোগ্য সিনেমার গানের মধ্যে রয়েছে 'ও প্রিয়তমা' 'রাজকুমার' 'মেঘের নৌকা' 'সুরমা সুরমা'।

আসছে ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ফাতিমা সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমাটি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়,  সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago