৮০০ মিলিয়ন বার দেখা হয়েছে বিটিএসের বাটার

ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড বিটিএসের 'বাটার' মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার পর্যন্ত ইউটিউবে ৮০০ মিলিয়ন বার দেখা হয়েছে। শুক্রবার বিগ হিট মিউজিক এ তথ্য জানিয়েছে বলে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিওটি ব্যান্ডটির অষ্টম মাইলফলক। এর আগেরগুলো হলো- ডিএনএ, বয় উইথ লুভ, ডিনামাইট, মিক ড্রপ রিমিক্স, ফেক লাভ, আইডল, ব্লাড-সুয়েট-টিয়ার্স।

বাটার ২০২১ সালের মে'কে প্রকাশিত হয়েছিল এবং পপ ট্র্যাকটি বিলবোর্ডের হট ১০০-এর শীর্ষে ছিল এবং টানা ৭ সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল। সব মিলিয়ে, এটি ১০ সপ্তাহের জন্য চার্টের এক নম্বরে ছিল, যা ২০২১ সালে একটি রেকর্ড ছিল।

মিউজিক ভিডিওটির আরও কিছু রেকর্ড হলো- মুক্তির সময় ৩.৯ মিলিয়নেরও বেশি দর্শকের পছন্দের তালিকায় চলে আসে এবং ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১০৮.২ মিলিয়ন দেখার রেকর্ড গড়ে।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago