পাঁচ কার্যদিবস পর ডিএসইতে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থানের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

আজ সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে ৫ হাজার ২২০ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরীয়াহ্ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪২ দশমিক ৮৫ পয়েন্টে।

এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৭ দশমিক ৯৯ পয়েন্টে।

এদিন টার্নওভার আগের দিনের চেয়ে ১ দশমিক ৪১ শতাংশ কমে ৪৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি শেয়ারের মধ্যে দাম কমেছে ২৫৫টির, বেড়েছে ৯২টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

2h ago