ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে আজ বৃহস্পতিবার ১ দশমিক ৬ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৬ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্লুচিপ সূচক ডিএস৩০ ১ দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৫ দশমিক ৪৮ পয়েন্টে।

এছাড়া টার্নওভার আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৪৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৮৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৫৫টির কমেছে এবং ৫০টির দাম অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

7h ago