ডিএসইতে সূচকের উত্থান, কমেছে লেনদেন

আজ ডিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১২২টির এবং ৫৪টির অপরিবর্তিত আছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকটি ৭১ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ।

শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৫৪ দশমিক ৫৪ পয়েন্ট। তবে ব্লু-চিপ সূচক ডিএস৩০ সূচক শূন্য দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে।

তবে টার্নওভার ২৩ দশমিক ৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১১ কোটি টাকায়, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

আজ ডিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১২২টির এবং ৫৪টির অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago