সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেন ও সূচক কমেছে।  

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ ৮ পয়েন্ট কমে ২ হাজার ১২৮ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ১৩৬টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৭০০ কোটি ৭৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ৬৯টির অপরিবর্তিত আছে। সিএসইতে ১২ কোটি ৫৫ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

15m ago