টানা তৃতীয় দিন সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

চলতি সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১২১টির কমেছে এবং ১৮৮টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৬৬০ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৪১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ৭৬টির অপরিবর্তিত আছে। সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা।

 

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago